তৃণমূল ছাড়লেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভাস অধিকারী

তৃণমূল ছাড়লেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিভাস অধিকারী

তৃণমূল ছাড়লেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত বিভাস অধিকারী। তাঁর বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সেই বিভাস এবার তৃণমূল ছেড়ে তৈরি করলেন নিজের দল।

নতুন দলের ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’। কলকাতা প্রেস ক্লাবে তারই ইস্তাহার প্রকাশ করেন বিভাস অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন তাঁকে ঢাল করে বাঁচার চেষ্ট করেছিল দল। তিনি বলেন, ‘কৈলাস বিজয়বর্গীয় আসতেন আমার আশ্রমে। তাই আমাকে ঢাল করে বাঁচার চেষ্টা করছিল দল। যাতে তদন্তকারী লোকজনেরা ধরতে না পারে। ‘

এদিন বিভাস দাবি করেন, তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকার পিছনে দলের কারও চক্রান্ত ছিল। তাঁর কথায়,’দলেরই কেউ কেউ চক্রান্ত করেছিল। ইডি এবং সিবিআই খারাপ কাজ করছে আমি বলব না। কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল। কিছু পাইনি তারা, সেটা অন্য বিষয়। তবে দলের ভিতরে আমাকে কথা বলতে দেওয়া হতো না।’

বীরভূমের নলহাটি-২ এর ব্লক সভাপতি ছিলেন বিধান অধিকারী। এদিন সাংবাদিক বৈঠকে তৎকালীন জেলা সভাপতি অনুবব্রত মণ্ডলের নাম না করে তিনি বলেন, ‘আমি যখ দলের ভিতর কিছু বলা চেষ্টা করতাম, তখন আমার বারবার বাধা দেওয়া হয়েছে। আমাকে ধর্ম সংক্রান্ত কোনও কিছুই দলের মধ্যে বলতে দেওয়া হতো না। আমি কারোর নাম এখন বলতে চাই না। তবে আমি দল থেকে সেই কারণেই বেরিয়ে এসেছি। দুর্নীতি এবং অপরাধ করেছে বলেই কেউ কেউ এখন জেলের ভিতরে। ঢাল হিসাবে ব্যবহার করেও কোনও সুবিধা করতে পারিনি কেউ কেউ। আমি যা বলার স্পষ্ট বলেছি।’

কে এই বিভাস অধিকারী?

নলহাটি-২ -এর প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর সঙ্গে নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ পরিচয় ছিল। এমন কী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল তাঁর। বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও ছিলেন বিভাস। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সময় তিনি কলেজ অ্যাসোসিয়েশনের দায়িত্ব পান।

বিভাস সরে যেতেই তার জায়গায় তাপস মণ্ডল দায়িত্বে আসেন। কলেজে এনওসি-র নামে টাকা নেওয়া, কলেজে ছাত্র ভর্তিতেও কমিশন, প্রাথমিকে চাকরি বিক্রি-সহ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, উত্তরবঙ্গের একাধিক জেলায় নিয়োগ নিয়ন্ত্রণ করতেন বিভাস অধিকারীর।

বিভাস নলহাটিতে একটি ধর্মীয় আশ্রমও চালান। সেই আশ্রমকে সামনে রেখে তিনি নানা বেআইনি কারবার চালাতেন বলেও সিবিআই সূত্রে জানা গিয়েছে। এর আগে তাঁর আস্রমে হানাও দেয় সিবিআই।

Politics West Bengal