ICDS কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি! চাঞ্চল্য বাগনানে

ICDS কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি! চাঞ্চল্য বাগনানে

আইসিডিএস সেন্টারের খিচুড়িতে টিকটিকি দেখা যাওয়ায় তীব্র আতঙ্ক ছড়াল হাওড়া বাগনান থানা এলাকার বাইনান গ্রামে। মঙ্গলবার দুপুরে বাইনান মিরপাড়ায় আইসিডিএস সেন্টার সংলগ্ন এলাকার মানুষ দেখতে পায় আইসিডিএস সেন্টার থেকে আনা খিচুড়ির মধ্যে টিকটিকি। আর এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

জানা গিয়েছে ওই খিচুড়ি এক গর্ভবতী মহিলার সহ বেশ কিছু শিশু খেয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ ওই আইসিডিএস সেন্টারে অপরিচ্ছন্নভাবে রান্না হয়। রাঁধুনিকে এ ব্যাপারে বলতে গেলে তীব্র কটূক্তি করতে থাকেন তিনি। প্রতিবাদ করা রাঁধুনি পুলিশের হুমকিও দেন বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তবে এদিন ওই আইসিডিএস সেন্টারে গিয়ে দেখা গিয়েছে, রান্না করার পরই এবং খিচুড়ি বিতরণ করার পরেই আইসিডিএস সেন্টার বন্ধ করে চলে গিয়েছেন রাধুনি এবং দিদিমণি।

স্থানীয় এক মহিলা জানালেন, অস্বাস্থ্যকর ভাবে চাল – ডাল মজুত রাখা হয়। পরিষ্কার করতে বলেও কাজ হয়নি। চালটা ধুলেও ডাল ধোয় না। রান্না করা খাবার আঢাকা অবস্থায় ফেলে রাখে। আজ প্রথমে খিচুড়িতে পোকা দেখা যায়। তার পরও অনেকে খিচুড়ি খেয়ে ফেলে অনেকে। এর পর খিচুড়ি থেকে বেরোয় টিকটিকি।

West Bengal