মন্দ সময় সাকিবের, বুলবুলে বিধ্বস্ত শখের কাঁকড়ার খামারবাড়ি

বাংলাদেশের ক্রিকেটার সাকিব উল হাসানের অবস্থা বিধ্বস্ত করে দিয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁকড়ার খামার ও চিংড়ির ঘের। ক্রিকেট
থেকে নির্বাসিত হওয়ার পর কাঁকড়ার ব্যবসায় মনোনিবেশ করেছিলেন তিনি। যাবতীয়
কাজকর্ম শুরুও করে দিয়েছিলেন। কিন্তু কালান্তক ঘূর্ণি বুলবুলের প্রকোপে
সমস্ত লণ্ডভণ্ড হয়ে গেছে।

রবিবার ভোরে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় সাতক্ষীরার
উপকূলীয় শ্যামনগর উপজেলা। বিধ্বস্ত হয় সহস্রাধিক ঘরবাড়ি। ঝড়ের আঘাতে
ক্ষতিগ্রস্ত হয় সাকিবের খামারও। সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেডের
সুপারভাইজার তৌফিক রহমানের তরফ থেকে জানা গেছে, খামারটি বর্তমানে বন্ধ
রয়েছে। শীতের সময় তিন মাস কাঁকড়া পাওয়া যায় না। ফলে প্রজেক্ট বন্ধ রাখা
হয়েছে।

সাকিবের কাঁকড়ার খামারটির নাম ‘সাকিব অ্যাগ্রো ফার্ম
লিমিটেড’। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকটলা
দাতনেখালী এলাকায় ৫০ বিঘা জমির ওপর সাকিবের খামারটি অবস্থিত।
সাকিবের শখের খামারটির কাজ ৪ বছর পূর্বেই শুরু হয়েছিল। বর্তমানে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
আগামি ২০২০ সালের কোন এক সমত খামারটি উদ্বোধন করার কথা। সাতক্ষীরার ক্রিকেটার সগীর হোসেন পাভেল এই খামারের দেখাশোনা করেন।
Loading...
No comments