কর্ণাটকে ১৭ বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ খারিজ আদালতে

কর্ণাটকের ১৭ বিক্ষুব্ধ বিধায়কের সদস্যপদ বাতিল করলো সুপ্রিম কোর্ট। বুধবার
শীর্ষ আদালত এই রায় দিয়েছে। কংগ্রেস এবং জেডি(এস)-এর এই ১৭ বিধায়কের বিক্ষোভের জেরেই
কর্ণাটকে কংগ্রেস জেডি(এস) সরকারের পতন হয়েছিলো। পরবর্তী সময়ে বর্তমান মুখ্যমন্ত্রী
বি এস ইয়েদুরাপ্পার ফাঁস হওয়া অডিও টেপ অনুসারে যে বিক্ষোভের তত্ত্বাবধান করেছিলেন
বিজেপি সভাপতি অমিত শাহ স্বয়ং। যদিও এর পাশাপাশি সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, এই ১৭
বিধায়কের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো নিষেধাজ্ঞা নেই। এই ১৭ বিধায়ক ২০২৩
পর্যন্ত কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে জানিয়েছিলেন কর্ণাটক বিধানসভার
প্রাক্তন স্পীকার। স্পীকারের সেই নির্দেশ এদিন খারিজ করেছে শীর্ষ আদালত।

গত জুলাই মাসে ১৪ কংগ্রেস বিধায়ক এবং ৩ জেডি(এস) বিধায়কের বিক্ষোভ এবং বিধানসভায়
অনুপস্থিতির জেরে গত ২৩ জুলাই কর্ণাটকে কংগ্রেস-জেডি(এস) জোট সরকারের পতন হয়। এই মুহূর্তে
২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় বিজেপি ও সহযোগীদের সদস্যসংখ্যা ১০৬। অন্যদিকে কংগ্রেস
জেডি(এস) জোটের দখলে আছে ১০১ সদস্য। খালি হওয়া আসনের মধ্যে ১৫ আসনে আগামী ৫ ডিসেম্বর
উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারে টিকে থাকতে গেলে এই ১৫ আসনের মধ্যে কমপক্ষে ৬টি আসনে
জয়ী হতে হবে বিজেপিকে।
Loading...
No comments