আকস্মিক আফগানিস্তান সফরে ডোনাল্ড ট্রাম্প
আফগানিস্তান সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আকস্মিক আফগানিস্তানে গিয়ে তিনি বলেন তার প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।বৃহস্পতিবার আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে তালেবান বিদ্রোহীদের দমাতে সেখানে নিযুক্ত মার্কিন সৈন্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রাম্প।ওই একই ঘাঁটিতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ করেন তিনি।
তালেবান বিদ্রোহীদের সঙ্গে আফগানিস্তান সরকারের বন্দিবিনিময় সম্পন্ন হওয়ার পর থ্যাংকস গিভিং ডেতে প্রথমবারের মতো দেশটিতে নিযুক্ত মার্কিন সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন মার্কিন প্রেসিডেন্ট।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর থেকে আফগানিস্তানে প্রায় ১৩ হাজার সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে এটিই ট্রাম্পের প্রথম সফর।শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র সবসময়ই আফগান সরকারকে অন্তর্ভুক্ত করতে চাইলেও, তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে দফারফার আগে কাবুল প্রশাসনের সঙ্গে বৈঠকে নারাজ বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর টুইটারে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘানি বলেছেন, “দুই পক্ষই (যুক্তরাষ্ট্র ও আফগান সরকার) মনে করে, তালেবানরা যদি শান্তি চুক্তিতে পৌঁছাতে দৃঢ়প্রতিজ্ঞ হয়, তাহলে তাদের অবশ্যই যুদ্ধবিরতিতে সম্মত হওয়া উচিত।”
Loading...
No comments