উত্তর ব্লক তৃণমূলের পক্ষ থেকে মহা মিছিল
জয়ন্ত সাহা, আসানসোল: বিধান সভা উপনির্বাচনে ( খড়্গপুর , করিমপুর , কালিয়াগজ্ঞ ) বিপুল ভোটে জয়লাভ করার জন্য শুক্রবার বিজয় মিছিল করা হয় আসানসোলে। বি এন আর মোড় থেকে শুরু করে কোর্ট ঘড়ি মোড় পর্যন্ত করা হয় মিছিল।এই মিছিলে উপস্থিত ছিলেন কাউন্সিলার গুরুদাস চ্যাটার্জী ,আল্পনা ব্যানার্জী,বাবন ব্যানার্জী সহ তৃণমূল কর্মী বৃন্দ।সবুজ আবির খেলে মিষ্টি মুখ করে জয়ের আনন্দ করা হয় ।
Loading...
No comments