পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী পালিত হল কুশুমন্ডীতে
বিশ্বদীপ নন্দী, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে এর সন্ন্যাসী তলা রাম সাহেব পঞ্চানন বর্মা মহামিলন দিবস উদযাপন ও রাজবংশী ক্ষত্রিয় জাতি ও মহা মিলন উৎসব আয়োজন করা হয় বিশাল রিলির মাধ্যমে এর সঙ্গে বস্ত্র দান করা হয় এদিন উপস্থিত ছিলেন কুশমান্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার রায় কুসুমন্ডি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ রেজা জাহির আব্বাস দিনাজপুর খন পালা গান সমিতির সম্পাদক সৌরভ রায় ,দিনাজপুর খন পালা গানের সভাপতি খগেন্দ্রনাথ সরকার,,লোক সাংস্কৃতি সংগঠক শিল্পী অরিন্দ্রম সিংহ রায় ,রাজ বংশি বঙ্গীয় ক্ষত্রিয় সভাপতি জিতেন্দ্র নাথ সরকার এছাড়াও আরও অনেকে ফুল ও পুষ্প মালা দিয়ে রাম সাহেব পঞ্চানন বরন করা হয়ে,, এই খন পালা গানের আটি দল অংশ গ্ৰহন করেছে।
Loading...
No comments