সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার প্রধান শিক্ষিকার
দীপক রাম, পুরুলিয়া :মাধ্যমিক পরীক্ষা প্রথমদিনে সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠলো পুরুলিয়া গভর্মেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা বিরুদ্ধে l মঙ্গলবার পরীক্ষা শুরুর আগের মুহূর্তের ছবি তোলার জন্য স্কুলের প্রধান শিক্ষিকা কাছে অনুমতি চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক উদ্যেশে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে l এমন কি স্কুলের দারোয়ান কে ডেকে স্কুলের কি ভাবে সাংবাদিক প্রবেশ করলেন সেই নিয়ে কর্মরত দারোয়ান কে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন l মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী পরীক্ষা চলাকালীন সাংবাদিক দের প্রবেশ নিষেধ l অথচ পরীক্ষা শুরু অনেক আগে প্ৰধান শিক্ষিকা কাছে অনুমতি চাইতে গিয়ে কেনো দুর্ব্যবহারের মুখে পড়তে হলো? প্রশ্ন উঠছে একজন সাংবাদিক কে স্কুলে প্রবেশ করে অনুমতি চাওয়া টা কি অন্যায়l অনুমতি প্রধান শিক্ষিকা নাই বা দিতে পারেন l তবে সাংবাদিক দের সঙ্গে দুর্ব্যবহার করার অধিকার কি আছে একজন প্রধান শিক্ষিকার কাছে? ঘটনার কথা জেলাশাসক রাহুল মজুমদার কাছে বিষয় টি জানানো হলে তিনি বলেন, এরকম হওয়ার কথা নয় l বিষয়টি যাচাই করবেন বলে।
Loading...
No comments