আগ্নেয়াস্ত্রসহ ধৃত চার দুষ্কৃতি
রাজা সেখ,নদীয়া :ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুস্কৃতিকে বুধবার গভীত রাতে গ্ৰেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত চারজনকে নবদ্বীপ আদালতে তোলা হয়। ধৃতরা হলেন সুখেন অধিকারী, নিতাই সূত্রধর, পিন্টু সাহা এবং মিস্টি ঘোষ ওরফে আশিস।পিন্টু সাহার বাড়ি কৃষ্ণনগর দে পাড়া পঞ্চায়েত এলাকায়। বাকিদের বাড়ি নবদ্বীপের বিভিন্ন এলাকায়।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি সহ একটি ওয়ান সার্টার, দুটি লোহার রড ইত্যাদি।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ঘোষপাড়ায় চার দুস্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ তাদের চারজনকেই গ্ৰেপ্তার করে।
Loading...
No comments