মাধ্যমিক দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে দুই মাধমিক পরীক্ষার্থী
দীপক রাম, পুরুলিয়া :মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো দুই মাধমিক পরীক্ষার্থী l ঘটনায় গুরুতর জখম অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয় l আহত পরিবার জানায়, ঝালদা উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টমী মাহাতো ও মেনকা মাহাতো ঝালদার মারুমাসীনা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে দাদার সঙ্গে বাইকে চেপে ফিরছিলেনl সেই সময় খাটজুড়ি গ্রামের কাছে উল্টো দিক থেকে আশা একটি ট্যাম্পোর ধাক্কায় দুর্ঘটনার কবলে পরে অষ্টমী ও মেনকাl
Loading...
No comments