শিল্পাঞ্চলেে শুরু সবলা মেলা
জয়ন্ত সাহা, আসানসোল :পশ্চিম বর্ধমান জেলার বার্ণপুরে শুরু হলো সবলা মেলা ৷ রবিবার মেলার উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে ৷ মেলা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ৷ এদিনের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দঃ এর বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় , জেলা সভাধিপতি সুভদ্রা বাউড়ি , মহকুমা শাসক প্রলয় রায় চৌধুরী সহ অন্যান্য আধিকারিক বৃন্দ ৷ মেলা উদ্বোধন করে ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বলেন , আগামী দিনে রাজ্যে ও পশ্চিম বর্ধমান জেলাতে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা বাড়াতে হবে ৷
Loading...
No comments