কুমার শানুর নাম জড়ালো বিজেপি!ষড়যন্ত্র অভিযোগ কুমারের
খবর প্রচার হতেই বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায় কুমার শানুকে৷ তিনি বলেন, ‘‘তাঁর সঙ্গে কোনও নেতার কথা হয়নি৷ অনুমতি না নিয়েই বক্তার তালিকায় নাম দেওয়া হয়েছে৷ নিজেদের ইচ্ছা মতো এই ধরণের কাজ করেছেন বিজেপি ৷
২০১২ সালে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন গায়ক কুমার শানু৷ তাঁর কথায়, ‘‘অনাথ শিশুদের জন্য কলকাতা ও দিল্লিতে স্কুল তৈরি করি ৷ তার সাহায্যের জন্যই তখন নাম লিখিয়েছিলাম বিজেপিতে ৷ তারপর কোনও সাহায্য পাওয়া যায়নি ৷ মোহভঙ্গ হতেই দল ছেড়ে দিয়েছেন বলে দাবি করেন গায়ক৷ অন্যদের কাছে তাঁর সম্মানহানি করতেই এই ধরণের ভুল বলে মনে করছেন শানু৷ আশঙ্কা করছেন ষড়যন্ত্রের৷ কোনও রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন বলে দাবি করেন গায়ক ৷ কুমার শানুর প্রতিক্রিয়ায় হতবাক মুরলীধর সেন লেনের নেতারা৷ রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু জানান, ‘‘তিনি আসবেন না কেন জানা নেই, তবে কুমার শানু বিজেপিতে যোগ দিয়েছিলেন বলেই তাকে বক্তার তালিকায় চাওয়া হয় রাজ্য সংগঠনের পক্ষ থেকে৷’’
কলেবরে বাড়ছে সংগঠন৷ কিন্তু তাদের কর্মসূচি ঘিরে বিতর্ক থামছে না৷ কারা বক্তব্য রাখবেন, কে দলের সঙ্গে আছে বা নেই, সে সম্পর্কেই প্রায় অন্ধকারে রাজ্য বিজেপি নেতারা৷ ফলে বক্তার তালিকায় নাম ঘোষণা করেও পিছিয়ে আসতে হচ্ছে তাদের৷ প্রশ্ন উঠছে সুচারু পদ্ধতিতে পরিচালিত সংগঠনের এই হাল কেন? অস্বস্তি বাড়ছে গেরুয়া বাহিনীর ৷
Loading...
No comments