৩৫৫ লিটার বেআইনি মদ সহ গ্রেফতার ৭
সোনারপুর ও নরেন্দ্রপুর থানা এলাকায় রাতভর ব্যাপক অভিযান। গ্রেফতার সাত জন বেআইনি মদ বিক্রেতা ও উদ্ধার ৩৫৫ লিটার মদ। বৃহস্পতিবার রাতভর সোনারপুরে বেআইনি মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে রাজপুর মোড়, প্রসাদ পুর, চম্পাহাটি, ও হাসান পুর এলাকা থেকে মোট চারজনকে গ্রেফতার করেছে ও তাদের কাছ থেকে দুশো পঁচিশ লিটার মদ উদ্ধার করেছে সোনারপুর থানার পুলিশ। গত ৪৮ ঘন্টায় সোনারপুর থানা মোট সাত জন বেআইনি মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে। যারমধ্যে চার জন মহিলা। ১৮ টি মদের ঠেক ভাঙা হয়েছে।
অন্যদিকে নরেন্দ্রপুর থানার পুলিশ রানিয়া ও পাঁচপোতা এলাকায় তল্লাশি চালিয়ে ১৩০ লিটার মদ উদ্ধার করেছে সাথে তিন জন বেআইনি মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। আজ ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
Loading...
No comments