নিজস্ব প্রতিনিধি,মালদাঃ মালদা শহরের একটি বেসরকারি কলেজের হোস্টেলের ঘর থেকে এক ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মৃত ছাত্রের নাম শ্যামসুন্দর মন্ডল (২১)। বাড়ি নদীয়া জেলার তেহট্টো এলাকায়। জানা যায়,শ্যামসুন্দর তৃতীয় বর্ষের কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন।শুক্রবার সকালে মৃতদেহটি অন্যান্য ছাত্র ছাত্রীরা হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার ডান হাতে ক্ষত চিহ্ন রয়েছে। গোটা ঘটনা জানাজানি হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনা ঘিরে রহস্য দানা বেঁধেছে।
No comments