আসানসোল উৎসবের শুভ সূচনা !
জয়ন্ত সাহা ,আসানসোল :শুরু হল তৃতীয় তম আসানসোল উৎসব । শুক্রবার সন্ধ্যায় আসানসোলের কল্যানপুর এলাকায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ ভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ।উপস্থিত ছিলেন বিধায়ক তথা এডিডিএর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়. আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়ার তাবাস্যুম আরা, দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি এসিএল আধিকারিক বিনয় রঞ্জন ও আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস এম এম এই সি অভিজিৎ ঘটক ,অনিমেষ দাস,জেলা সভাধীপতি সুভদ্রা বাউরি । শনিবার থেকে শুরু হয়ে আগামি ১০ দিন এই আসানসোল উৎসব চলবে বলে জানা গেছে । আসানসোল উৎসব ঘিরে এদিন দর্শকাসন ছিল পূর্ণ ।এবারের উৎসবে সব মিলিয়ে ১৪০ টি স্টল বসেছে ।সাথে আগামী দশ দিন ব্যাপী কলকাতার স্বনামধন্য শিল্পী দের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
এই অনুষ্ঠানে উদ্বোধনের পর মন্ত্রী মলয় ঘটক বলেন যে এই মেলা আসানসোল বাসী দের জন্য একটি উপহার যেখানে সবাই উৎসব এ মেতে ওঠেন। এই মেলা যে দেশের অনেক গুলো সংস্থা নিজের স্টল দিয়েছে। এই অনুষ্ঠানে কোনো টিকেট নেই আর লোক এইখানে মেলা তে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অনেক ধরণের আয়োজন এর উপভোগ করতে পারবেন।
Loading...
No comments