বিভাস লোধ,কলকাতাঃ কিংবদন্তি হেয়ার স্টাইলিশ হাবিব আহমেদের হাত ধরে নতুন হাবিব হেয়ার কাট পার্লারের উদ্ভোধন।শনিবার শকুন্তলা পার্কে হাবিব পার্লারের উদ্ভোধন করলেন স্বয়ং হাবিবের মালিক হাবিব আহমেদ।সঙ্গে ছিলেন হেয়ার পার্লারের কর্ণধার সোমা ঘোষ ও উঠতি বেশ কয়েকজন মডেলার। হাবিরের হাতে ফিতা কেটে পার্লারের উদ্ভোধন করলেন হাবিব আহমেদ।সঙ্গে তাঁর হাতের জাদুর হেয়ার কাটও কেটে দেখালেন পার্লারে উপস্থিত সকলকে।
No comments