" Destiny " ছবির পর্দা ফাঁস!ফাঁস হয়ে গেল 'Destiny' ছবির আগাম পর্দা। কি সেটা? হ্যাঁ ঠিকই ধরেছেন অভিনেতা সহেল সাহা ফিরছেন এক অন্য রকম লুকে । বলতে গেলে তাকে এই ছবিতে চেনায় যাচ্ছে না । এই ছবিতে সহেল সাহাকে একজন ৭৫ থেকে ৮০ বছরের বৃদ্ধের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ।পুরোপুরি ভাবে সহেল সাহা নিজেকে ভেঙে ফেলেছেন এই ছবির জন্য ।তার নতুন লুক দেখে সবাই হতভম্ব । হঠাৎ করে সহেলের এরকম মতিভ্রম কেন?কি আনতে চলেছেন উনি টলিউড ইন্ডাস্ট্রির জন্য ?আছে তো নিশ্চই কোনো চমক ।শোনা গেছে এই ছবিতে সায়ক দত্ত কাজ করেছেন সহেল সাহার ছেলে হিসাবে । সৌভিক সাহাও সহেল সাহার সাথে এই ছবিতে অভিনয় করছে। এ ছাড়াও আছে নবাগত অভিনেতা সৌরভ গুপ্ত এবং শুভদীপ কর্মকার এবং পিয়ালী সাহা।আপনাদের মাথা ঘুরিয়ে যাচ্ছে তো? বেশি চাপ নিয়ে লাভ নেই । আরো সব কিছু জানতে হলে E News Bangla এর সাথে থাকুন ।
Loading...
Powered by Blogger.