ফাইনালে ভারতকে হারানোর জন্য ১৪০ কোটি জনতার কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

ফাইনালে ভারতকে হারানোর জন্য ১৪০ কোটি জনতার কাছে ক্ষমা চাইলেন ওয়ার্নার

ভারতকে ঘিরে ডেভিড ওয়ার্নারের একটা আলাদা আবেগ রয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে ভারতে এসে আইপিএল খেলার দৌলতেই এই দেশের সঙ্গে ওয়ার্নারের একটি আত্মিক যোগ তৈরি হয়েছে। যে কারণে সম্ভবত ২০২৩ ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এ দেশের ১৪০ কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন অজি তারকা ওপেনার।

এবার বিশ্বকাপের ফাইনালে ডেভিড ওয়ার্নার চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। তবে অস্ট্রেলিয়াকে ফাইনালে তুলতে কিন্তু বড় ভূমিকা নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছেন। ৪৮.৬৩ গড়ে ৫৩৫ রান করে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। অজিরা ষষ্ঠ বার চ্যাম্পিয়ান হওয়ার পর দলের সঙ্গে উচ্ছ্বাসে ভাসেন ওয়ার্নার। কিন্তু তার পরেই ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

আসলে সমৃদ্ধ আগরওয়াল নামে ভারতের এক ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়ায় ওয়ার্নারকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ‘প্রিয় ডেভিড ওয়ার্নার, আপনি ১০০ কোটিরও বেশি মানুষের হৃদয় ভেঙে দিয়েছেন।’ এই পোস্টের জবাবেই ওয়ার্নার লিখেছেন, ‘আমি ক্ষমা চাইছি। অসাধারণ ম্যাচ হয়েছে। মাঠের পরিবেশ ছিল অবিশ্বাস্য। ভারত সত্যিই দারুণ ভাবে বিশ্বকাপ আয়োজন করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।’ ওয়ার্নারের এই পোস্টে অনেকেই নানা মন্তব্য করছেন। বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই ফের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওয়ার্নারকে অভিনন্দন জানিয়েছেন।রবিবার ফাইনালের পর, ওয়ার্নার ইনস্টাগ্রাম লম্বা একটি পোস্ট করে ২০২৭ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়েছেন। এর থেকেই পরিষ্কার, তিনি আরও চার বছর খেলে যেতে চান। সেই পোস্ট ওয়ার্নার লিখেছেন, ‘প্রথমে আমি একটি অবিশ্বাস্য বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতকে ধন্যবাদ জানাতে চাই। এই ইভেন্টগুলির জন্য যে প্রচেষ্টা করা হয়েছে, তা সত্যিই দারুণ। পর্দার আড়ালে জড়িত সকল ব্যক্তি- গ্রাউন্ড স্টাফ, ড্রেসিংরুমের লোকজন, রান্নাঘরের কর্মী, শেফ, হোটেল স্টাফ, নিরাপত্তা, পুলিশ, ইভেন্ট সংগঠক- তালিকায় অনেক লম্বা। তবে সকলকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ক্রিকেট ভক্তদের।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা যখন যাতাযাত করতাম, তখন রাস্তা অবরুদ্ধ থাকত, বিমানবন্দরের বিশৃঙ্খলা হত, কিন্তু সমর্থকদের ধৈর্য্যের জন্য প্রশংসা করব। তোমার সমর্থন ছাড়া আমাদের ভালোবাসার এই খেলাটি খেলা সম্ভব নয়। আমি জানি ফলাফলটি ভালো হয়নি, তবে আশ্চর্যজনক কয়েক সপ্তাহ ছিল। ৬ বার চ্যাম্পিয়ন হয়ে আমাদের পুরো টিম অত্যন্ত গর্বিত।’ শেষে তিনি যোগ করেছেন, ‘সবাইকে ধন্যবাদ, ২০২৭ সালে দেখা হবে।’

ওয়ার্নারের সোশ্যাল মিডিয়া পোস্টটি দেখার পর সকলেই মনে করছেন যে, ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজিত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ওয়ার্নারের। বর্তমানে তাঁর বয়স ৩৭। ২০২৭ সালে ৪১ বছর হবে ওয়ার্নারের। যার ফলে পরবর্তী বিশ্বকাপে ওয়ার্নারের পক্ষে ৫০-ওভারের বিশ্বকাপে খেলাটা কিন্তু কার্যত অসম্ভব একটি বিষয়।

Sports World cup 2023