থানার সব প্রান্তে সিসি ক্যামেরার নির্দেশ! আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে নড়ে বসল কলকাতা পুলিশ

থানার সব প্রান্তে সিসি ক্যামেরার নির্দেশ! আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে নড়ে বসল কলকাতা পুলিশ

আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে এবার নড়ে বসল কলকাতা পুলিশ। থানার সর্বত্র যাতে সিসি ক্যামেরার আওতায় থাকে সেটি নিশ্চিত করার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ কলকাতা পুলিশের অধীন যে থানাগুলি রয়েছে সেখানে সিসি ক্যামেরা থাকলেও থানার সব জায়গা সেই সিসি ক্যামেরার আওতায় থাকছে কি না এটা দেখা অত্যন্ত জরুরী। সেখানকার সব জায়গা সিসি ক্য়ামেরার আওতায় না থাকলে কোনও ঘটনা ঘটে গেলে আদালতের কাছে জবাবদিহি করাটা শক্ত হয়ে যাবে।সেকারণে থানার সব প্রান্তেই যাতে সিসি ক্যামেরা থাকে সেটা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সূত্রের খবর,কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের নির্দেশে ডিভিশনের উপ নগরপালদের তরফে শনিবার সব থানার কাছে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে। সেই সঙ্গেই থানার যে অংশ দিয়ে পুলিশ কর্মী ও সাধারণ মানুষ যাতায়াত করেন সেখানেও সিসি ক্যামেরা রাখতে হবে।

এদিকে থানা ও থানা এলাকাকে সিসি ক্যামেরায় আওতায় আনার ব্যাপারে দীর্ঘদিন ধরে নানা টালবাহানা চলেছে। তার মধ্য়েই সামনে আসে আমহার্স্ট স্ট্রিট থানায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রসঙ্গ।

বুধবার সন্ধ্যায় আমহার্স্ট স্ট্রিট থানায় রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল অশোককুমার সিংহ নামে এক ব্যক্তির। একটা চোরাই মোবাইল তার কাছে রয়েছে বলে অভিযোগ উঠেছিল। এরপর পুলিশ তাকে ডেকে পাঠায়।এরপর থানা থেকে তিনি আর বাড়ি ফেরেননি । পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছে, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। তাছাড়া একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, অচেতন অবস্থায় থানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে অশোক কুমারকে। বিজেপি দাবি করেছিল সিসি ক্যামেরায় দু মিনিটের ফুটেজ নেই।

তবে এবার থানার সর্বত্র সিসি ক্যামেরা বসানোর নির্দেশ। কিন্তু বর্তমানে থানাগুলিতে সিসি ক্যামেরার পরিস্থিতি ঠিক কী রকম? সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে প্রতিটি থানা চত্বরে ১৪ টি জায়গায় সিসিটিভি লাগাতে হবে। এই নির্দেশ মেনে কলকাতার ২৪ টি থানায় সিসিটিভি বসানোও হয়েছে। কিন্তু তারপরে থমকে গিয়েছে সিসিটিভি বসানোর কাজ। কলকাতার বাকি থানাগুলিতে এখনও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিসিটিভি বসানো হয়নি।

West Bengal