Breaking: ধর্ষণের চেষ্টা করা হয়েছিল আলিয়ার মাকেও

[pullquote align="normal"] [/pullquote]

#মিটু মুভমেন্টের হাত ধরে উঠে আসছে একের পর এক যৌন হেনস্থার ঘটনা। এবার বিস্ফোরক ঘটনার কথা প্রকাশ্যে আনলেন আলিয়া ভাতের মা তথা একসময়ের বলি অভিনেত্রী সোনি রাজদান। তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, কোনও ছবির শুটিং চলার সময় কেউ আমাকে ধর্ষণের চেষ্টা করেছে, এমন ঘটনা উদাহরণ হিসেবে বলা যায়। তবে সে উদ্দেশ্যে সফল হয়নি।চলচ্চিত্র ও ছোট পর্দার সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকা সোনি জানান, কাজ চাওয়ার জন্য তাকে কখনও যৌন হেনস্থার মুখে পড়তে হয়নি। তবে একবার শুটিং চলাকালীন ধর্ষণের চেষ্টা করা হয়।
যৌন হেনস্থা নিয়ে কেন আগে প্রতিবাদ করেননি, এই প্রশ্নের উত্তরে সোনি বলেন, আমি অভিযুক্তের নাম ফাঁস করলে ওই ব্যক্তি প্রবল সমস্যার মধ্যে পড়বে। তার একটা পরিবার আছে, সন্তান আছে। তার পরিবার ট্রমার মধ্যে পড়ে যাবে। তাই তখন নিজেকে বিরত রেখেছিলাম।
তাছাড়া তার নিজের পরিবারও কোনও ঝামেলায় জরাক সেটাও চাননি মহেশ ভাটের স্ত্রী। সম্প্রতি, রাজি ছবিতে আলিয়া ভাতের সিঙ্গেই অভিনয় করতে দেখা গিয়েছিল সোনিকে।
[pullquote align="normal"] [/pullquote]
Powered by Blogger.